নির্বাচন ১৮
————-
কে বলেছে দেশটা মোদের
এগুয়নি আজ মোটে
প্রকাশ প্রচার দেখে কি তা
হয় কি এবার ভোটে।
বাদ্য বাজনা শব্দ আওয়াজ
দেখছিনা আর তেমনটা
নির্বাচন আজ চলছে এমন
উন্নত দেশ যেমনটা।
মিডিয়াতে সব তর্কাতর্কি
যেমনটি হয় বিদেশে
সভ্য দেশী আচরণ কি
এলো তবে এই দেশে ?
হইহুল্লোড় আর জট মিছিল আজ
রাস্তা ঘাটে কমছে
টিভির স্ক্রিনে পত্রিকাতে
নির্বাচন আজ জমছে।