নিঃশব্দের পালক জমা হৃৎপিণ্ডে যখন
পলাতক ঘুম খেলে কানামাছি খেল
তখনো কিছু পরিচিত শব্দের পদচারণা
উঁকি মারে হৃদজানালায়
স্পষ্ট অনুভবে জাগষ্মৃত আত্মার ফিসফিসানিতে
শ্রান্ত শান্তিরাজ্যে পাখনা মেলে অণুমন
আকাঙ্খার ভ্রান্তিতে ভাবি-
এ কি সত্যি,না প্রহসন?
ঘুম আসেনা তখন ঘুমপাড়ানি গানে
তাচ্ছিল্যমুখে রাতজাগা আকাশের অযুত তারা
আবছা লাগে জোসনার বিকিকিনি
মরানদীর স্রোতে
প্রতীক্ষা তখনো যোজন দূরে আলোকবর্ষ পরে
তন্দ্রালু চোখে ঝিমঝিম ভাব
আচমকা কানে বাজে সমুদ্রের অতল থেকে উঠে যেন
সহস্র বছরের পুঞ্জিভূত ঢেউ
পরিচিত পঙতিমালায় গাঁথা পরিচিত কণ্ঠে
তুমি-এখনো জেগে?
ইতোমধ্যে আত্মাহুতি দিয়েছে পলাতক ঘুম
ভ্যাবাচ্যাকা মিটিমিটি চোখ
রহস্য দোলনায় মানবীভ্রমে
অসমাপ্ত নিদ্রার আত্মসমর্পণ।