নির্বাচনের মানে এখন
আমি হবো পাশ
ভোট দেবেনা মত দেবেনা
খেতে হবে বাঁশ।
কার লাগি এই নেতাগীরি
নয় জনতার নয়
জনসেবার তকমায় তবু
নির্বাচনটা হয়।
এ নির্বাচন নয় জনতার
নেতা হওয়ার খাশ
জয়ের মালা পরতে গলে
ফেলতে হবে লাশ?
কে দেবে এর জবাবখানি
কে করিবে লয়
চলছে যেন পাগলা ঘোড়া
সে থামিবার নয় ?