নির্বাচনে উত্তর-দক্ষিণ
ঢাকার বাতাস ভারী
প্রতিশ্রুতি আশার বাণী
প্রাণ নিয়ে যায় কাড়ি।
গড়তে শহর তিলোত্তমা
দাও তুলে তার চাবী
প্রাণের দামে করবো পূরণ
নগরবাসীর দাবী।
ঢাকাবাসী বেজায় বোকা?
বুঝেনা তার মর্ম
ভোটের আগে এমন কথা
বলা নেতার ধর্ম।