নারী জাতি ভাগ্যবতী
কে বুঝে বিধাতার মতি
নরের হাড়ে জন্ম নিয়ে
নরের অর্ঘ পায়।
স্রষ্টার মহীমা সৃষ্টির
বুঝা বিষম দায়।
ছলা কলার ষোলকলা
নরেতে লাঙলের ফলা
কামাগুনে জ্বলে নারী
নরকে পুড়ায়।
স্রষ্টার মহীমা সৃষ্টির
বুঝা বিষম দায়।
স্বর্গধামে কোথায় নারী
থাকবে সেথায় হুরপরী
আশ্চর্য্য এ লীলাখেলা
প্রভূর করূনায়।
স্রষ্টার মহীমা সৃষ্টির
বুঝা বিষম দায়।
সিন্ধু সাগর বিন্দুর খেলা
বালুচর কয় জঠ ঝামেলা
নর নারী আদমের মতি
দেখি দুনিয়ায়।
স্রষ্টার মহীমা সৃষ্টির
বুঝা বিষম দায়।