নামাজ জানো ওহে মোমিন
মাবুদের সাক্ষাৎ
রোজার সাক্ষী স্বয়ং খোদা
আল্লাহু পাক জাত।
খোশু খুজু ভক্তি ভরে
সুরা কেরাত শুদ্ধ করে
আদায় করে নাওরে মোমিন
পবিত্র সালাত।
রোজার সাক্ষী স্বয়ং খোদা
আল্লাহু পাক জাত।
খোদার ডরে পানাহারে
কাটালে দিন অনাহারে
বিনিময়ে পাবে মোমিন
গোনাহের নাজাত।
রোজার সাক্ষী স্বয়ং খোদা
আল্লাহু পাক জাত।