নেই আজ অধিকার
মুখোমুখী বসিবার।
ধারে ঘেঁষে বসোনাকো
করোনায় বলছে-
ব্যবধান বেড়ে চলে
চলছে.......
দূর্যোগ মহামারি
প্রাণ নিয়ে কাড়াকাড়ি
মৃত্যুর ভয়ে কায়া-
কাঁপছে।
ব্যবধান বেড়ে চলে
চলছে......
একা ঘরে আর কত
দেখা থেকে বিরত
করোনা ত্রাসে প্রাণ-
পুড়ছে।
ব্যবধান বেড়ে চলে
চলছে......
হবে নাকি দেখা আর
মনেপড়ে বারবার
মরণের ভীতি ভর-
করছে।
ব্যবধান বেড়ে চলে
চলছে..