করোনা বীজ অঙ্কূরিদগম
উহান গণচীনে
বিশ্বাসে খায় ধাক্কা মোদের
তাদের আচরণে।
প্রাদুর্ভাব আর প্রতিরোধে
অগ্রে তাদের দেখি
সন্দেহ দেয় তাইতো দোলা
হয়তো ওসব মেকি।
তবে কি চীন টেস্ট কেইছে
দেখে নিল সাফল্য
চীনের কর্মে, এই ভাবনা
মোটেও নয় বাহুল্য।