মুক্তচিন্তা
———
সবকিছু যায় তেমন করে প্রকৃতি যা চায়
চাওয়া পাওয়ার অমিলে তার কিবা আসে যায়।

মানুষ তুমি সৃষ্টি সেরা অমূল্য জীবন
সবাই তোমার অধীনত রয় কেন পীড়ণ।

গড়ো তোমার নিজের সমাজ আপন মহীমায়
করবে যাহা ভবে এসে সবই তোমার দায়।