কেমন করে মনরে বুঝাই
ক্যামনে দেই শান্তণা
আগুন দহে পুড়লে মরার
কী যে মরণ যন্ত্রণা।
আজ এখানে কাল ওখানে
সবখানেই মরণ ফাঁদ
জীবন মৃত্যু খোদার হাতে
তবু যেন কোথায় খাদ?
সড়ক পথে —অনল দহে
মৃত্যু যেন থামছেনা
খাম খেয়ালে ঘটছে এমন
সত্যিটা কেউ মানছেনা।