মশা
——
মারতে মশা কামান দাগা
বাংলা প্রবচন
কে বলে আর আছে তবু
ব্যাখ্যা প্রয়োজন?

কামান গোলার আঘাত খেয়ে
ধবংশ হলে সব
কার কানেতে গিয়ে মশক
তুলবে তখন রব।

মারতে মশা তবুও দেখি
গোলার প্রচলন
সবাই করে দেদারছে তাই
কামান প্রবর্তন।

হায় মশা তুই রক্ত চুষা
ইহাই তোর দোষ
খায়না যারা রক্ত চুষে
তারা সব নির্দোষ।