মরিলে দিতামনা আমি তোমাকে -আর
কোন দায়
বাঁচার হাওয়া একটু যদি লাগাতো এসে
আমার গায়।
তুমি মারও তুমি পারও
তুমি ফোটাও ফুল
নড়েনা নড়বেনা জানি
এ বিধান একচুল।
দিয়েছোতো সবকিছুই
আর দিলে কী যায়।
বাঁচার হাওয়া একটু যদি লাগাতো এসে
আমার গায়।
মরিলে দিতামনা আমি তোমাকে -আর
কোন দায়।