গল্প জন্মের আঁতোড়ঘরে কাঙালিনীর বাচ্চা প্রসব
প্রসন্ন ঠাকুরদা, দিদিও
উপমহাদেশে তখন সাহেবদের শাসন।
ছুরি কাঁচি হাতে বড়লাট
চারিদিকে দুঃশ্বাসন রাজনৈতিক অরাজকতা
মানবরক্তে রঞ্জিত তিস্তা গঙ্গা
আর শতদ্রু বিপাশা চন্দ্রভাগা রবি ঝিলামের পানি।
তবু নীতিনির্ধারক ইংরেজ প্রসন্ন হয়নি।
তাই নবজাতকের কান্না থামেনি
আমি কাশ্মীর,
জলন্ত অগ্নীকূণ্ড
জ্বলছি মরার আগে
এবং
মরছি,মরার পরও...