মনটা যেন কেমন হয়ে ঘুরছে নানান ছন্দে
রুখতে নারি ছলাকলায় সদাই চড়ে স্কন্ধে৷
আবেগ তাড়াই চিন্তা সরাই চলি দিবারাত্রী
তবু কেন হার মানেনা মনচোরা এই বন্দে৷