মন পুড়ালে মানুষ হবি,
নইলে বিফল তুই তবে
দেহের মানুষ নয়রে মানুষ,
দেখতে মানুষ হয় ভবে।
দেহের ভেতর কলের গাড়ি
সে চেনে তোর যমের বাড়ি
কোন ঘড়িতে নিয়ে যাবে
যেতেই তোরে হবে।
মন পুড়ালে মানুষ হবি,
নইলে বিফল তুই তবে।
দেহের ভেতর আয়না রাখা
উদাম চোখে দেখতে ফাঁকা
যে মজেছে সে দেখেছে
দেখেনা তা সবে।
দেহের মানুষ নয়রে মানুষ,
দেখতে মানুষ হয় ভবে।
বালুচর কয় তোর দেহতে
আতশ ফোটে দিনে রাতে
মন পুড়ে খাঁক হলে পরে
মানুষ পড়ে রবে।
দেহের মানুষ নয়রে মানুষ,
দেখতে মানুষ হয় ভবে।