পিঁপড়া বাজার চিনির বুইয়াম
তেলাপোকার আলমারি
সে যে কে হয়,কি নাম যে তার
সূঁচ ফোটাবার কারবারি।
চিনির বুইয়াম আলমারি সব
নেই পোকাদের দখলে
মানুষ নামের কতেক মানুষ
করছে আটক বগলে।
ডেঙ্গু কিংবা ফটকাবাজ হোক
সব শালাদের এক খেয়াল
রক্ত চোষে কেমন করে
করবে লোকের হাল-বেহাল।
বিজ্ঞাপনের চটকদারি
মধুরকূঞ্জ ই-কমার্স
পকেট খালি করে লোকের
করছে দেশের সর্বনাশ।