মেলায় যাইমু
বেলুন কিনমু
চড়মু নাগরদোলা।
ঢাকের তালে
পুতুল নাচে
নাচমু সারাবেলা।

মাটির পুতুল
পাতার বাঁশি
মিঠাই মণ্ডার পসরা।
পান্তা ভাতে
ইলিশ ভাঁজা
কাঁচা লংকা মনকাড়া।
মেলায় যাইমু......

বায়োস্কোপে
তাজমহলে
শা-জাহান মমতাজ।
সম্রাটের
প্রেম কাহিনী
অবাক কারূকাজ।
মেলায় যাইমু......

হুতোম পেঁচার
মুখোশ পরে
আলপনা রঙ সাজ
ছেলে বুড়ো
নেই ভেদাভেদ
নাচছে সবাই আজ।
মেলায় যাইমু......