বৈশাখে দেয় ঝড়ের আভাস
বৈশাখে দেয় ছন্দ
আম কাননে আম্র মুকুল
কী যে মধুর গন্ধ।
বৈশাখে দেয় দমকা হাওয়া
মেঘবালিকার কান্না
ধবধবে রূপ শিলার নুড়ি
হীরা মোতি পান্না।
বৈশাখে দেয় আশার আলো
নতুন দিনের গানে
ফসল ভরা মাঠ ভেসে যায়
অকাল বন্যা বানে !
বৈশাখে দেয় ঋতুর বদল
আকাশ ভাঙা বৃষ্টি
আঁধার বাঁকে চুপসে আলো
ঝাপসা ভরা দৃষ্টি।