মেঘ হতে ইচ্ছে করে-পৃথিবীর ছাদে
চন্দ্রলোকে,অগণিত নক্ষত্র মাঝে হতে ভাসমান
জোছনার রূপালি হৃদে
ধ্রুবতারা সেজে গগনের এপাশ-ওপাশ।
অতিথি হতে ইচ্ছে করে-স্বপ্নলোকে
ছায়াপথের সড়কদ্বীপে
যেথায়-
অবিরাম বর্ষণ নেই, লোকচক্ষু নেই
শুধুই আমরা দু’জন।
মিতালী করতে ইচ্ছে করে-উল্কার সাথে
পলকে গ্রহান্তরে
মাধ্যাকর্ষণের রক্তচক্ষু উপেক্ষায়
কাছে আসি ইশারায়
বাস্তব অনুভবে
হৃৎপিণ্ডের উত্তাপে ভরিয়ে দেই
চন্দ্রদেশের যত খাদ।
রেড এলার্ড দিতে ইচ্ছে করে- বৃষ্টিকে
ঝরুক নাহয় মাটির মায়ায়
মেঘপালক ডানায়-
চাঁদনি উপত্যকায়।