ছোট এক মুঠোফোন ছোট এক সীম
এক টাচে চার কোন ক্ষমতা অসীম।
বাড়ি চাই গাড়ি চাই,চাই প্রেম প্রীতি
সার্চ দাও শোনে নাও মন প্রিয় গীতি।
গুগলের তথ্যের নেই সীমা নেই শেষ
যার মন যাহা চায় তাহা করো পেশ।
অলীক আজব বলে নেই কিছু আজ
আকাশ-পাতাল-মর্তে মানুষের রাজ।