মানুষ নেবেগো মানুষ
তরতাজা মানুষ, বুড়ো মানুষ, জোয়ান মানুষ, কমবয়েসী মানুষ
মানুষ নেবেগো মানুষ ?
হ্যা হ্যা, তুমি কে গো
তুমি কি মানুষ বিক্রি করো হতচ্ছাড়া ?
হ্যা হ্যা এঁয়ে। আমাকে চিনতে পারোনি ?
হায় আল্লাহ !!
আমি করোনাগো করোনা। কোভিড-১৯ আমার শুদ্ধ নাম, হে হে হে
দূর হো নরপিশাচ, শয়তানের মুণ্ডু
খুব বাড় বেড়েছে তোর। কেড়ে নিয়েছিস পৃথিবীর কোটি প্রাণ
তবুও ক্ষিদে মেটেনি হারামজাদা
দূর হো, দূর হয়ে যা এই প্লানেট থেকে।