স্মৃতিতে সব যায়না রাখা,বয়স সীমা বাড়লে
ভুল বুঝোনা বন্ধু আমার,মাফ করিও পারলে।
কাছের মানুষ প্রাণের মানুষ
চাইয়্যা দেখি যায় দূরে
নাম ধরে ছাই ডাকতে গেলে
নাম খেয়ে যায় উন্দুরে।
এই এই শোরে ডাক শুনেনা
শোনে দু়’হাত নাড়লে।
ভুল বুঝোনা বন্ধু আমার,মাফ করিও পারলে।
স্মৃতির চিপের যেই ক্ষমতা
তার বেশি নেই তার মমতা
ধরতে পারে নতুন কিছু
পুরান কিছু ছাড়লে।
ভুল বুঝোনা বন্ধু আমার,মাফ করিও পারলে।
বয়স নামক অচিন পাখির
পাখনা যখন যায় খুলে
লোহার শেঁকল বন্দীশালায়
ফিরেনা সে আর ভুলে।
পারবে সেজন কয় বালুচর
ধার কারো সে ধারলে।
ভুল বুঝোনা বন্ধু আমার,মাফ করিও পারলে
স্মৃতিতে সব যায়না রাখা বয়স সীমা বাড়লে