লালে সাদায় ফন্দি করে
ভাঙলে পাটাতন
বিন্দু দিয়া সিন্দুক ভরে
কোন সে মহাজন।
বজ্র নিনাদ ঝড় তুফানে
ব্যত্যয় নেই তারই ধ্যানে
বদ্ধঘরে আলোর খেলা
বিচিত্র সাধন।
কাল বিধানে খেলার ছুটে
আঁধার ঠুটে রূশনী ফোটে
তন্ত্র-মন্ত্র মরে লাজে
করতে বিভাজন।
চাবি বিহীন সিন্দুক তালা
সে যে আজব চাবিওয়ালা
করতে পারলে পাবে দেখা
চিত্তের আরাধন।
দিন মাহিনা হিসাব করে
ফুল ফোটিলে ঝরে পড়ে
অবাক চোখে বালুচরে
দেখে পদার্পণ।
বিন্দু দিয়া সিন্দুক ভরে
কোন সে মহাজন।