সত্য কথা কেউ বলেনা
সরলপথে কেউ চলেনা
চিন্তাতে ঘুম হচ্ছে হরণ
বুকে জগদ্দল।
বলনা হরি
কি যে করি
হারছে মনবল।
সবাই খুঁজে আমার হবে
আর সকলই নিঃস্ব রবে
যাবার বেলা কখনো কি
হাতে কিছু পাই?
বলনা হরি
ভরছে তরী
কত আরো চাই?
ধর্মের কথা সবাই জানি
মানার বেলা একটুখানি
পরের দোষে গলা ফাটাই
নির্লজ্জ বেলাজ।
বলনা হরি
পায়ে পড়ি
কেন এই স্বরাজ।