জীবন এখন চলেনা আর
আগের মত স্মোথ্
হেমন্ত কাল নদীর জলে
যেমন চলে স্রোত৷
সময় সাথে পাল্লা দিয়ে
চলেনা আর গাড়ি
কমছে আয়ূ কমছে রিজিক
কমছে বাড়াবাড়ি৷
অবসরে যখন তখন
কৈশোরে যাই ফিরে
সুযোগ পেয়ে স্মৃতি এসে
চেপে ধরে ঘিরে৷
আকাশ পানে চেয়ে দেখি
মহাশূন্যের খেলা
কখন জানি ভীড়বে ঘাটে
পারাপারের ভেলা৷