——
রূপের মোহে অন্ধ হয়ে
কইরোনা বড়াই- সখী
কইরোনা বড়াই
তুমি হলে কলির রাধে
আমি— শ্যাম কানাই
সখী কইরোনা বড়াই।