রাজপথে আজ কবরের নিঃস্তব্ধতা-
অপ্রতিরোধ্য করোনা সংক্রামণ।
লকডাউন-শহরে গাঁয়ে পাড়া মহল্লায়
করোনা অণুজীব তাড়নায়।
বইছে বাতাস উড়ছে পাখি-
নেই তবু সেই কোলাহল, পাখির চিরচেনা কূঞ্জন
বিস্তৃত আজ সম্পর্কের বিভাজন,আর-
আইসোলেশনে শুয়ে প্রহর গুণছে অতি প্রিয়জন।
বৃদ্ধ যুবক পুরূষ নারী
বেঁচে থাকা যেন নেই প্রয়োজন নয় আর দরকারী।
আতঙ্ক সতর্কতায় মানব বিশ্ব
অবরূদ্ধ, কোথাও কেউ নেই
জন্মলগ্নে যেমনি ছিল নিঃস্ব।
অসহায় বোমারু বিমান,মিশাইল হাতিয়ার
তবু থামছেনা মৃত্যু, আগ্রাসন করোনার
বিধ্বংসী ছোবল ক্ষূরধার-
মানুষ তোমরা হুশিয়ার।
স্রষ্টার গড়া এ পৃথিবী জানি-নশ্বর হয়
তবুও ব্যর্থতার লাস্ট স্টেপে দাঁড়িয়ে বলবো-
আমরা মানুষ-
কদাপি হারিবার নয়।