আনমনে বেখেয়ালে কত আর রচি কবিতা
তোমাকে ধরবো বলে
যত পণ,করেছিনু আজীবন
যত কাব্য, যত স্তুতিগাঁথা।
কত পুষ্পশোভিত বেদী
দিনান্তে হয়েছে শুষ্ক বিরহবদন
কল্পনায় সাজিয়েছি তোমার প্রেমকাতুরে
কতনা বিবাহবাসর।
ধুসর হয়েছে চাহুনি, চক্ষু লজ্জাবনত
যতবার বাড়িয়েছি হাত
ততবার ফিরাযে দিয়েছো তুমি অনবরত।
তুমি বন্ধু সুহ্নদ প্রিয়তম
আর কত চাই বলো
তোমাকে আপনার করে পেতে
হতে হবে মোর অধিক বিনয়াবনত ?