বর্ধমানের চুরুলিয়ায়
ধুমকেতু যার আগমন
কে জানিত তুলবে দেহের
রক্ত শিরায় শিহরণ।
ভাঙতে শেকল বিদ্রোহ আর
আধিপত্যের শেকড় মূল
শব্দ বারূদ গোলা ছুঁড়ে
হয় শাসকের চক্ষুশূল।
সেইতো মোদের দুখু মিয়া
আম বাগিচার বুলবুলি
কাব্যে গানে সতেজ রাখি
মন বাগানের ফুলগুলি।