ফিটনেস ছাড়া গাড়ি
চলে পথে টমটম
লাইসেন্স ছাড়া গাড়ি
চলেনাতো একদম।
লাইসেন্স ছাড়া গাড়ি
মন্ত্রী ও আমলার
জনতায় ভয় করে
শাস্তি ও মামলার।
বাস ট্রাক মালিকানা
নেই কোন গরীবের
লোক মেরে পার পেতে
দৌড় ঝাঁপ কাহাদের ?
বিদ্রোহে রাজপথে
কিশোর আর ছাত্র
সত্য প্রকাশ হলে
জ্বলে কার গাত্র ?
মাফ চাই সাধারণে
অবুঝের কারবার
যার মাথা তার লাঠি
মিছে দেন দরবার।