মধ্যরাতে হঠাৎ শুনি
উঠছে পাড়ায় সুর
চোর ধরেছি চোর ধরেছি
আজ ধরেছি চোর৷
ছুটছে সবাই চোর পেটাতে
কিল ঘুষিতে রাগ মেটাতে
ক্যামনে থাকি ঘুমে
তাড়াহুড়ো করে তখন
আলো জ্বালাই রুমে৷
চোখের পাতায় পড়লে আলো
উঠলে খোকন জেগে
আলো নেবাও আলো নেবাও
চেঁচিয়ে কয় রেগে৷
বললে আমি চোর ধরেছে
পাড়ার সকল লোক
চোর পেটাতে যাব আমি
বন্ধ করো চোখ৷
চোরের কথা শুনে খোকন
নরম সুরে কয়
আমি যাব দেখতে বাবা
চোররা কেমন হয়৷
ভীড়ের মাঝে চোরকে দেখে
খোকা কয় খামুশ
বলে বাবা চোর কারে কও
এতো এক মানুষ৷