খালি চোখে যা দেখি
অন্যেরাও তা দেখে, কেউ কেউ শুনেও-
কামানের আওয়াজ, রকেট লঞ্চার, বিধ্বস্ত নগরী
মানুষ পোড়ার গন্ধ, শরণার্থীর ঢল, মানব শিশুর কান্না৷
অতঃপর বাতাসে হারায়
বিস্বাদ হয় পরিবেশ
শক্তিমানেরা বুলি আওড়ায়, অস্ত্রের ঝনঝনি করে
পক্ষাশ্রিত হয় এবং
সমাধান চায়৷
মনের চোখে যখন দেখি- তখন চোখে দেখার ফ্যারাক বাড়ে, কপালের বলী রেখা স্ফীত হয়
বাড়ে শংকা, বাড়ে উৎকন্ঠা-
শুনি সত্যের আহাজারী৷
অন্যের কি হয়?
হয়তো হয়,
হয়তোবা কিছুই হয়না- স্বার্থাম্বেষী মনে৷
আমি ফিলিস্তিন-ইস্রায়িলের কথা বলছি
বলছি- শতাব্দীব্যাপী জ্বলন্ত এক অগ্নীকূন্ডের কথা, নিপীড়িত নারী- শিশুদের ক্রন্দন৷
অত্যাচারে জর্জরিত দুই মানবগোষ্ঠীর কথা
যুদ্ধে যাওয়ার জন্য উৎপাদিত লক্ষ লক্ষ মানব শিশু, যারা যৌবন পাওয়ার আগেই জীবন শেষ করে চলে যায়৷
ফের জন্মায়-
জন্মায় নতুন প্রজন্ম
তারাও পূর্ববর্তীর পদাঙ্খানুসরণ করে
যেন নাট্যমঞ্চের পালাবদল৷ কিন্তু-
শেষ হয়না নাটক
বদলায়না আদল৷