সন্ত্রাসী নেই কোন দেশে আজ
বলুন দেখি ট্রাম্পে
না জেনে কি ক্যাট ওয়াকে
হাঁটেন আপনি রাম্পে?
বিষধর সাপ ভয়ংকর তা
বুঝতে যত থাকবে দূর
দুধ ভাতের ঋণ শোধতে সাপে
মারবে ছোবল ঘাড়ে তোর।
দিনের আইনে রাত পোহায়না
প্রতিবাদে উঠে ঝড়
খেয়াল করে দেখনারে বাপ
মারছে কে তোর গালে চড়।
অভিবাসন আটকে দেয়া
বিশ্বে এখন সহজ নয়
নিষেধাজ্ঞার ঝাঁড়-ফুঁকেতে
কাটেবেনা তোর যমের ভয়।