কাশের বনে ফুল ফোটেছে
আশ্বিন মেঘে ঢেউ তুলেছে
দুধসাদা রঙ চুল
চাঁদের বুড়ির শ্বেত কেশরে
খেলছে যেন দোল।
পথিক চলে খেই হারিয়ে
দৃষ্টি সীমার পথ পেরিয়ে
বারেক ফিরে চায়
শ্বেত কেশরীর ব্ণী যেন
বাতাসে দোল খায়।
শুভ্র মেঘের হাট বসেছে
মেঘবালিকা রঙ ধরেছে
প্রজাপতির ছা
নকশীকাঁথা ডানা মেলে
করছে তা না না।
চরকী কাটা বুড়ির সুতা
ঈশান কোনে ছিল পুতা
ছুটছে তুলে ঢেউ
ধরতে তারে পেছন থেকে
যাচ্ছে দেখি কেউ।