—-
সড়কজুড়ে মরার মিছিল
এ কী দেখি দেশটাতে
যন্ত্রদানব প্রাণ কেড়ে নেয়
কখন যে কার কোন ঘাটে।  

বেপোরওয়াতে গাড়ি চালক
নীতির কি সে ধার ধারে
গাড়িতো নয় মানুষ কোনও
ক্যামনে বুঝায় কে তারে।

প্রাণ নিয়ে এই ছিনিমিনির
গলদ কোথায় কে খুঁজে
যার প্রিয়জন যায় চলে তার
মর্মব্যথা কে বুঝে ?

নিয়ম নীতির বালাই ছাড়া
গাড়ি চলে কোন দেশে?
অভাগা এই দেশটাতে হায়
কানুন চলে মারপ্যাঁচে!!!