কাল চলে যায় কালের গর্ভে
শতাব্দী যায় তালিকায়
হাজার বছর খোঁজে কি এক
পাইরে মুজিব পঞ্জিকায়।
উনিশ’শ বিশ সালে উদয়
টুঙ্গী পাড়ায় তারকা
সেই তারকা আনলো কেড়ে
বাঙালিদের স্বাধিকা।
মায়ের মুখে ফুটলো হাসি
লাল সবুজের পতাকায়।
হাজার বছর খোঁজে কি এক
পাইরে মুজিব পঞ্জিকায়।