কুকুর ছাগল বুদ্ধি করে
খোঁড়ে ঘাসের তল
ঘাসের চাপায় লুকোয় কুকুর
মিছে ঘুমের ছল।

সাক্ষী হয়ে গাধা এসে
হলফ করে কয়
আমি হলেম সাক্ষীগোপাল
কিছুই মিথ্যে নয়।

বেচা বিক্রী সামনে আমার
মিছে কেমনে কই
বাপটি যে তোর সাফ কবালায়
দিয়েছে টিপসই।

ছাগল বলে সত্য গাধা
সাক্ষ্যটি তোর ঠিক
ঐখানে মোর বাপের কবর
দেখ চেয়ে বাঁ’দিক।
            (চলবে)