দুঃখগুলো বিদেয় দিয়ে
সুখকে নিলাম কেনে
আকাশসম দুঃখ তোরে
কে আর এখন চেনে৷
সবার মনে সুখের পাখি
করুক বসে গান
আনন্দে মন ভরে উঠুক
ঝলসে উঠুক প্রাণ৷
নতুন সালে সবাই মোরা
রইবো সদা সুখে
দুঃখরে তুই আসলে হেথা
দেব মোরা রুখে৷
মাফ পাবিনা,ঠিক শুনেছিস
মোদের কথা ঠিক
ভুল করেও পা বাড়ালে
পাবিনা তুই দিক৷