মৃত্তিকায় গড়িয়া আদম
ফুঁকে দিলে প্রাণ
মুহাম্মদ নাম দেখে বলেন
তিনি কে মহান।
আদমের জিজ্ঞাসায় খোদা
দিলেন পরিচয়
তিনি হলেন হাবীব আমার
রাসুল বিশ্বময়।
পড়লে দুরূদ তাহার নামে
মিলবে পরিত্রাণ।
জগৎ সৃষ্টি প্রেমের খেলা
খেলছে বসে বিধাতা
প্রেমবিহনে মানব জীবন
আসা যাওয়া অযথা।
যে মজেনা মাবুদ প্রেমে
সে এক মরূদ্যান।
পড়লে দুরূদ রাসুল নামে
মিলবে পরিত্রাণ।