চোখ জুড়ানো প্রকৃতির রূপ,সবই দেখার তরে
তবে কেন থাকবে রহিত, প্রাণ সুধায় না ভরে।
কাজ করো আর নাইবা করো যেতে হবে চলে
কে জানে কে কোথায় ছিল কোথা যাবে ওরে।
প্রমাণ যখন নেই হাতে তার ভেবে মরে বোকা
সমাজ তাকে দিচ্ছেরে শোন এমনতর ধোঁকা।
কে হয় এমন শ্রম না করে হয়রে অপার সুখী
সুখ বলে নেই ধরায় কিছু সবই মনের পোকা।
তুমি যেমন সাজাও জীবন সে-ই তেমন সাজে
কে দেয় বাঁধা কখন এসে কখন সকল কাজে।
যা হবার তা হয় যদি তা অমোঘ বিধির বলে
করতে তাহা তোমরা মানুষ মরবে কেন লাজে।