মাস ফুরায়,বছর ফুরায়,ছুটি ফুরায়না
আজন্ম ছুটির দরখাস্তে অমোচনীয় কালি
আকাশ থেকে তারা খসে, বিদ্যুৎ চমকালে
আভির্ভূত অশরীরি চর্মচক্ষের ভ্রমে।
ছেঁড়া পালে হাওয়ার বিচ্যুতিতে
টুটে যায় আত্মীয়তার বন্ধন, শেকড়ের নাগপাশ
ভেঙে পড়ে মৃৎশিল্পীর চরকায় গড়া ননীর পুতুল
পড়ে থাকে বারমাসী গল্প
পারাপার বন্ধ হয়, পৌণঃপুনিক ক্রমে।
বিরক্তির চাপ পড়ে
দাঁড়িয়ে থাকা শহরের ল্যাম্পপোস্টের গায়ে
এঁটে বসে ধৈর্যচ্যুতির প্রলেপ। তবু-
দায়িত্বশীলের মত পথ চিনিয়ে নেয় চিরচেনা অলিগলী
সড়কদ্বীপের বৃক্ষরাজী রাজসাক্ষী হয়
ঠাঁই নেয় পীচঢালা কংক্রিট আশ্রমে।
তথাপি কিছু স্বপ্ন, কিছু অকালপুষ্পমুণ্ড আকাঙ্খার ফানুশ
অপঠিতব্য থাকে অবহেলা-তাচ্ছিল্যে
ভবিষ্যৎ পাঠকের তরে
শুধু বেঁচে থাকে একটি শব্দবৃক্ষ, মানসকুঞ্জের আগুন
জীবনচিতার দগ্ধ সম্ভ্রমে।