সময় যেবা দেয় ফাঁকি আর
রয়না কিছু করার
হাতের মুঠোর বাঁধনও আর
চায়না কিছু ধরার।