জীবন যন্ত্রণা
——————
দোষ কভু কি একা হয়?
দু’জন দোষী কেন নয়।
হিসেবে ভুল হলে পর
নিজের গালে নিজের চড়।

চলতে পথে হোচড় পায়
না চাওয়াতে সবাই খায়।
এমনই হয় এই জীবন
কেউ জানেনা কি লিখন?

তালি দিতে লাগে জোড়
ভুল করিলে খাবে পোড়।
ছুড়লে থুথু উপর দিক
পড়বে মুখে পড়বে ঠিক।

করছো দোষী,কর আরো
নিষেধে কার ধার ধারো?
খন্ডাবো ?না,ইচ্ছে নেই
সময় দেবে জবাব সেই।