বাংলাদেশের উন্নয়ন আর
ভূ-রক্ষা সংকট
নদী শাসন ব্যতিরেক এর
ভাবনা উদ্ভট।
ফি বছর এই নদী ভাঙায়
উদ্বাস্ত হয় কত
কেউ রাখেনা পরিসংখ্যান
তারা কত শত।
প্রয়োজন এক বড় বালাই
ধার ধারেনা আইন
টিলা কেটে করবে ভরাট
যতই করো ফাইন।
এইভাবে লোক বাস্তুহারা
হলে ফি বছর
নদী ভাঙন টিলা কাটায়
দেশ হবে সাগর।