যেখানে বাঁচার জন্য মরতে হয়
কিন্তু মরার পর কেউ বেঁচে ওঠেনা
বরং মৃত্যুর বদলা হিসাবে ফের একঝাঁক
তরুনের জন্ম হয়।
না, তারা তরুন হয়ে জন্মায় না
জন্মেই তাদের তরুন হতে হয়, যুূ্দ্ধে যাওয়ার জন্য,ভিটেকে শক্রুমুক্ত রাখার জন্য, নতুন প্রজন্ম জন্মানোর জন্য।
এ এক অধিকারের লড়াই, এ এক আগ্রাসনের লড়াই।
এক পক্ষের মৃত্যু মানে শহীদ। আরেক পক্ষের সৈনিকের সংখ্যা হ্রাস। কিন্তু-
কোন পক্ষেই কমেনা মৃতের সংখ্যা, কোন পক্ষেই কমেনা সৈন্য সংখ্যা।
জ্যোর্তিরবিদের পর্যবেক্ষণে গ্রহ নক্ষত্র স্থান বদলে পরিবর্তিত হলেও রাহুর দশা কাটেনা
এ যেন জন্ম-জন্মান্তরের অভিশাপ
অমোচনীয় কালীতে লেখা অলঙ্গণীয় মহাপাপ।
ঘড়ির কাঁটা যতদিন চলবে জন্ম মৃত্যুর ব্যবধান শুধু বাড়বে কমবে ইয়াজুজ মাজুজের ব্যর্থ দেওয়াল ভাঙায়।
পৃথিবী দেখবে শুধু ধ্বংশ দেখবেনা অভূক্ত মানব সন্তান কোন অর্বাচিন
চাঁটবে আর ফের তৈরী হবে এবং পূনরাবৃত্তি হবে
তবু ধ্বংশের শেষপ্রান্তে পৌছবেনা ইসরাইল- ফিলিস্তিন।