জানিনা কি হবে
যেদিকে চাই অসংগতি
এই সমাজের নাই কি গতি
অপরাধীর পেশীর মাশুল
অসার হবে কবে৷
জানিনা কি হবে৷
নৈতিকতা মুল্যবোধের
উন্নতি কি চড়া সুদের
ঘুড়ি সুতোর নাটাইবাজি
আর কতকাল রবে
জানিনা কি হবে৷
দ্রব্য মূল্যের লাগামহীনায়
তাল থাকেনা জীবন বীণায়
মারতে যখন চাইছো তখন
দাওনা পিষে তবে
জানিনা কি হবে৷