——
ভাবনা চিন্তা করা এখন
এই সমাজে দরকারি
মিষ্টি পোলাও ফল ফলাদি
মেয়ের বাড়ি ইফতারি?
সমাজে এই ব্যধিটা আজ
ভীষণ রকম উৎপাতে
না হলে যায় মানটা খোঁয়া
কথা ওঠে জাতপাতে।
হাজার রকম বিড়ম্বণার
নিত্য শাসন সংসারে
জেনে বুঝে উঠছি তবু
মেতে টাকার সৎকারে।