ও ভাইছাব-
ঈদর খবর কিতা।
গরু না ছাগল আফনে,
কোরবানি দিতা?

হম্মন্ধীর পুত-
ঠিক করিলা থুতা।
নাইলেনু দুই গালে তোর
চড়াই দিমু জুতা।

ভাইছাব-
খেনে রাগয়ৈন।
নাটা কুনতা খইছিনা মুই
মনে মনে ভাবয়ৈন।

হালা চামার-
পেংটার পুয়া পেংটা।
কাপড় ছোপড় খুলি পালাই
করি লাইছৎ ল্যাংটা।  

ভাইছাব -
হাছা বুঝছৈননানি?
খইছি-গরু না ছাগল আফনে
দিতা চাইন কোরবানি।

ইতরর ইতর-
বেজাতর কূজাত।
ধরতে পারলে পালাই দিতাম
তোর বত্রিশ দাঁত।

ও জাতিলা-
বাবা ইজ্জত আলি
মুখ সামলাইয়া বাড়িত যাও
খইরাম ভালাবালি।