ঈদের সওগাত


ঈদ দিলো আজ রঙ ছড়িয়ে
খুশিতে মন নে ভরিয়ে
ফিন্নী পোলাও ঘরে ঘরে
চলরে আজি একসারিতে আনন্দে দোল খাই।

সব দরজা খোলা আজি
ফুটছে মনে আতশবাজি
আয়রে সবে মিলেমিশে ঈদগাহতে চল যাই।
চলরে আজি একসারিতে আনন্দে দোল খাই।

ঈদের চাঁদের মিষ্টি হাসি
পড়ছে ধরায় রাশি রাশি
খোদার দেয়া রহমত পিয়ে খোদারি গান গাই।
চলরে আজি একসারিতে আনন্দে দোল খাই।

ঈদ দিলো আজ রঙ ছড়িয়ে
খুশিতে মন নে ভরিয়ে
ফিন্নী পোলাও ঘরে ঘরে
চলরে আজি একসারিতে আনন্দে দোল খাই।