ঈদ কড়চা
———
রাস্তা ঘাটও আটতে বইতে
অউ এক পেরেশানি
কিনছৈন্নিবা গরু ভাইসাব
দিবায়নি কোরবানি।
কোরবানি না দিলে যায়গি
মুসলমানি যত
একবারতা কেউ জিগায়নাতো
যাকাত দিলায় কত ?
ফরজ থইয়া নফল লইয়া
হায়রে বাড়াবাড়ি
ও মুসলমান আওরে হুঁশো
কোনটা অয় দরকারি।